Breaking News
নিট 2022 তথ্য

সর্বভারতীয় নিট 2022 (NEET) পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন। এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য

নিট (NEET) কি?


নিট 2022 সম্পর্কে জানার আগে কিছু তথ্য জানা যাক- ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট সংক্ষেপে নিট (NEET) নামে পরিচিত। পূর্বে এটি অল ইন্ডিয়া ফ্রি মেডিক্যাল টেস্ট নামে পরিচিত ছিল।
এটি ইন্ডিয়ান মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্যতা পরীক্ষা। এই পরীক্ষাটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন টি এ দ্বারা পরিচালিত হয়। প্রত্যেক বছর প্রায় ৪৭৯ টি মেডিকেল কলেজে ভর্তির জন্য এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়।

এই সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় যারা অংশগ্রহণ করে কোর্স অধ্যায়ন করতে চান তাদের অবশ্যই দশম ও দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা/ রসায়নবিদ্যা/ জীব বিদ্যা বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে এবং বিষয়গুলোতে অবশ্যই পাস করতে হবে।
নিট পরীক্ষা-র জন্য আবেদন শুধু যে ভারতীয়রা করতে পারবে তা নয় বিশ্বের অন্যান্য দেশের মেডিক্যাল কোর্স অধ্যায়নে ইচ্ছুক প্রার্থীরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারেন।

নিট পরীক্ষা কিভাবে এবং কোন কোন ভাষায় সম্পন্ন হয়?

নিট পরীক্ষাটি সম্পন্ন হয় অনলাইনে এবং ইংলিশ এবং হিন্দি বাদেও আরো ১১ টি আঞ্চলিক ভাষায় পরিচালিত হয়। যেমন ইংলিশ, হিন্দী, আসামিস, বেঙ্গলী, গুজরাটি, মালায়ালাম, কানাডা, মারাঠী, ওড়িয়া, তামিল, তেলেগু, উর্দু, পাঞ্জাবি।

নিট পরীক্ষা ভাষা

নিট ২০২২ পরীক্ষায় বসার ক্ষেত্রে নূন্যতম বয়স কত প্রয়োজন?


এই পরীক্ষায় বসার সময় প্রার্থীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে । প্রার্থীর জন্মের তারিখ হওয়া প্রয়োজন ৩১/১২/২০০৫ অথবা তার পূর্বে।

নিট ২০২২ -এ এক্সাম ফ্রি কত?

 • জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য ১৬০০ টাকা।
 • ইডাবলুএস/ওবিসি-এনসিএল প্রার্থীদের জন্য ১৫০০ টাকা।
 • এসসি/ এসটি/ এবং শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৯০০ টাকা।
 • ভারতের বাইরের প্রার্থীদের জন্য ৮৫০০ টাকা
 • এছাড়া সার্ভিস চার্জ এবং জিএসটি প্রযোজ্য হলে সেটার খরচ আলাদা।
নিট পরীক্ষা ফ্রি

নিট ২০২২ এর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

নিট ২০২২ -এ পরীক্ষাটি সম্পন্ন হবে ১৭ই জুলাই ২০২২ (রবিবার)
পরীক্ষার্থীর শুরু হবে দুপুর দুটো থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত। পরীক্ষা সেন্টারটি কোথায় হবে সেটা এডমিট কার্ডে মেনশন করা থাকবে।

নিট 2022 পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে?

নিট 2022 পরীক্ষার আবেদন প্রক্রিয়া টি ৬ই এপ্রিল ২০২২ থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ৬ই মে ২০২২ এর ১১:৫০ পিএম পর্যন্ত।

এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফ্রি কোন কোন ডিজিটাল মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে?

নিট ২০২২ -এর এক্সাম ফ্রি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএম এর মাধ্যমে ৭ই মে ২০২২ এর ১১:৫০ পিএম পর্যন্ত সম্পন্ন করা যাবে।

নিট পরীক্ষায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে?

নিট ২০২২ পরীক্ষায় আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলোর স্ক্যান জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ।

 • বর্তমান সময়ের পাসপোর্ট সাইজ ছবি, জেপিজি ফরমেটে, ১০ থেকে ২০০ কেবির মধ্যে।
 • বর্তমান সময়ের পোস্ট কার্ড সাইজের ছবি ৪ ইঞ্চি বাই ৬ ইঞ্চি, জেপিজি ফরমেটে, ১০ থেকে ২০০ কেবির মধ্যে।
 • জেপিজি ফরমেটে স্বাক্ষর, ৪ থেকে ৩0 কেবির মধ্যে।
 • জেপিজি ফরমেটে বাম এবং ডান হাতের বুড়ো অঙ্গুল সহ সমস্ত আঙ্গুলগুলো ছাপ, ১০ থেকে ২০০ কেবির মধ্যে।
 • এসসি/এসটি/ওবিসি/টিডাবলুএস ক্যাটাগরি সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটে, ৫০ থেকে ৩০০ কেবির মধ্যে।
 • পারসন উইথ ডিজেবিলিটি বা শারীরিক অক্ষমতা p.w.d. সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটে, ৫০ থেকে ৩০০ কেবির মধ্যে।
 • দূতাবাস বা নাগরিকত্ব সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটে, ৫০ থেকে ৩০০ কেবির মধ্যে।
 • দশম শ্রেণী পাশ করা সার্টিফিকেট, পিডিএফ ফরমেটে, ৫০ থেকে ৩০০ কেবির মধ্যে।

এছাড়া আবেদনপত্র পূরণ করার সময় আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টস প্রয়োজন ও মাধ্যমিক পাস ডিটেলস, একাদশ শ্রেণির পাস ডিটেলস, ও উচ্চ মাধ্যমিক পাস কিংবা পাঠরত ডিটেলস এর প্রয়োজন।

নিট পরীক্ষা ডকুমেন্টস

নিট ২০২২ পরীক্ষায় বসার জন্য আবেদন কিভাবে করবেন?

💠নিট ২০২২ পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে অনলাইনে এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/ এ যেতে হবে অথবা এই লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন

নিট পরীক্ষা ১

💠এরপর ‘ই সার্ভিস’ ড্রপ ডাউন মেনু থেকে ‘নিট (ইউজি) ২০২২ রেজিস্ট্রেশন’ এ ক্লিক করুন।

নিট পরীক্ষা ২

💠এরপর পেজটি একটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে সেখানে আপনি ‘নিউ রেজিস্ট্রেশন’ বটনে ক্লিক করুন।

নিট পরীক্ষা ৩

💠এরপর ডাউনলোড ‘ইনফর্মেশন বুলেটিন’ এবং ‘ভিউ এক্সামিনেশন সিটি’ ভালোভাবে পড়ে নিন। এবং এই পেজে দেওয়া পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে ও আরো দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভালো করে পড়ে নিন।

নিট পরীক্ষা ৫

💠এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে এসে একনোলেজমেন্ট চেকবক্সটি চেক করে ‘ক্লিক হেয়ার টু প্রসিড’ বাটনটিতে ক্লিক করে এগিয়ে যান।

নিট পরীক্ষা ৬

💠এরপর অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্রটি প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ, রাষ্ট্রীয়তা, বর্তমান ঠিকানা সমস্ত ঘরগুলি ঠিকমতো ফিলাপ করে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড কাইটেরিয়া কিভাবে হবে সেটি আগের পেজে দেওয়া ছিল সেই ভাবে পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর ক্যাপচা কোড টি ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

নিট পরীক্ষা ৭
নিট পরীক্ষা ৮


💠এর পরবর্তী পেজটিতে অ্যাপ্লিকেশনটি ভালোভাবে করে রিভিউ করে ‘আই এগ্রি’ বক্সটিতে চেক করে ‘সাবমিট একসেন্ট ওটিপি’ তে ক্লিক করে দিন।

💠এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে সেটি বক্সটিতে বসিয়ে ‘সাবমিট রেজিস্টেশন’ ফরম বটন টিতে ক্লিক করুন।

💠পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি পেমেন্ট করার জন্য ‘কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম’ বাটনটিতে ক্লিক করুন।

💠এবার পরবর্তী পেজে পারসোনাল ডিটেইলস, আধার ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেইলস, অ্যাডিশনাল ডিটেইলস, ডকুমেন্টস আপলোড, ও ফাইনাল সাবমিট এই কাজগুলো করতে হবে প্রথমেই এপ্লিকেশন নাম্বার টি কপি করে রেখে দিন এরপর নিজের পার্সোনাল ডিটেলস বাটনটিতে ক্লিক করুন।

💠এবং এই পেইজে যে যে তথ্যগুলি দেওয়া হয়নি সেগুলো সমস্ত কিছুই ফিলাপ করে ক্যাপচা কোড কোনটি পূরণ করে ‘সেভ এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করে দিন।

💠এরপর পরবর্তী পেজে আধার কার্ড থাকলে ইয়েস করুন না থাকলে নো করুন এবং থাকলে আধার নম্বরটি বসিয়ে ডিক্লারেশন বক্সটি চেক করে ‘সাবমিট এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করুন ।

💠এবং পরবর্তী পেজে এক্সাম ডিটেইলস গুলো ফিলাপ করুন, যেমন ল্যাঙ্গুয়েজ, এক্সাম সেন্টার, ইত্যাদি। এবং ক্যাপচা ঘরটি ফিলাপ করে ‘সেভ এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করুন।

💠পরবর্তী পেজে এডুকেশন ডিটেলসগুলো ফিলাপ করে সিকিউরিটি পিনটি বসিয়ে ‘সেভ এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করুন।

💠এরপর পরবর্তী পেজে অ্যাডিশনাল ডিটেলস গুলি ফিলাপ করে সিকিউরিটি পিনটি বসিয়ে ‘সেভ এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করুন।

💠পরবর্তী পেজে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করে দিন। আঙ্গুলগুলোর ছাপ একটি কাগজে দিয়ে সেই কাগজটি স্ক্যান করে আপলোড করে দিন। স্বাক্ষরটি ও এভাবেই আপলোড করবেন। এরপর সিকিউরিটি পিনটি বসিয়ে ‘সেভ এন্ড নেক্সট’ বাটনে ক্লিক করুন।

💠পরবর্তী পেজে সম্পন্ন অ্যাপ্লিকেশনটি ঠিকমতো রিভিউ করে নিচে চেকবক্স গুলোকে টিক দিয়ে, ‘আই এগ্রি’ বাটনে ক্লিক দিয়ে ‘ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন’ বাটনে ক্লিক করুন।

💠পরবর্তী পেজে ইমেইল আইডি ভেরিফিকেশন করতে ‘ইউর e-mail আইডি ইয়েট টু বি ভেরিফাইড. ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর e-mail আইডি ফাস্ট’ বাটনটিতে ক্লিক করুন। এর পরের পেজে সিকিউরিটি পিন নাম্বারটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল আইডিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি নাম্বার টি এখানে বসিয়ে ভেরিফাই বটনে ক্লিক করুন। এরপর ইমেইল আইডি ভেরিফাই কমপ্লিট হলে ‘ক্লিক হেয়ার টু গো হোম’ বাটন টি তে ক্লিক করুন। এবার আসবে পেমেন্ট অপশন । হোমপেজে ‘এক্সামিনেশন ফ্রী’ এই বটনটিতে ক্লিক করুন।

💠 পরবর্তী পেজে ‘সিলেক্ট মুড অফ পেমেন্ট’ ‘অনলাইন পেমেন্ট সিলেক্ট’ করে ‘প্রসিড ফর পেমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। এবারে কিভাবে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে ‘প্রসেস ফর পেমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। সব ঠিকঠাক সিলেট করে কনফার্ম করে পেমেন্ট করে দিন। পেমেন্ট ঠিকঠাক মত হয়ে গেলে পেজটি রিডাইরেক্ট হয়ে হোমপেজে আসবে। এবং এখান থেকে ‘ডাউনলোড কনফার্মেশন পেজ’ বাটনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশন কনফার্মেশন ডাউনলোড করে নিন।

*আবেদন পত্র পূরণ করার সময় ভালোভাবে চেক করুন কারন একবার সাবমিট হয়ে গেলে পুনরায় কারেকশন করার সম্ভবনা প্রায় নেই।

নিট এক্সাম ২০২২ ইনফরমেশন বুলেটিন পিডিএফ ডাইনলোড করুন- এখান থেকে
নিট এক্সাম ২০২২ এলিজিবিলিটি কাইটেরিয়া পিডিএফ ডাইনলোড করুন- এখান থেকে
নিট এক্সাম ২০২২ কোশ্চেনস এনসারস (FAQs) পিডিএফ ডাইনলোড করুন- এখান থেকে

**এছাড়া জানুন- এডুকেশন লোন কি ও কিভাবে পাওয়া যায় । শিক্ষা ঋণ সম্পর্কে বিস্তারিত তথ্য।

Share This:
Advertisement

Check Also

caste certificate

অনলাইনে কিভাবে SC,ST,OBC caste certificate এর জন্য আবেদন করবেন। How to apply for SC,ST,OBC caste certificate online 2023।

caste certificate এর জন্য আবেদন:- বন্ধুরা আজকের পোস্টটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনি বাড়িতে বসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *