Breaking News

বেষ্ট এস বি আই মিউচুয়াল ফান্ড ২০২৩। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিফটি ইনডেক্স ফান্ড ২০২৩

এস বি আই বেষ্ট মিউচুয়াল ফান্ড:- বন্ধুরা আজকের এই পোস্টটিতে আমরা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর একটি অত্যন্ত লাভজনক মিউচুয়াল ফান্ড প্ল্যান সম্বন্ধে জানব। যেখানে আপনার মান্থলি ইনকাম এর পাশাপাশি আপনার মূল ইনভেস্টমেন্টের সাথেও হাই ইন্টারেস্ট যুক্ত হবে। যেটি মূলত পোস্ট অফিস এবং এলআইসি এর মান্থলি ইনকাম স্কিম গুলির ক্ষেত্রে হয় না।

তো বন্ধুরা এর আগে আমরা এলআইসি অর্থাৎ ভারতীয় জীবন বীমা সংস্থা এবং ইন্ডিয়ান পোস্ট অফিসের লাভজনক এবং জনপ্রিয় স্কিমগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পোস্টটিতে কেউ যদি নতুন হয়ে থাকেন ও যদি আগের পোস্টগুলি পড়ে না থাকেন তবে সেই পোস্টগুলি সম্বন্ধে আরও জানুন।

বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডের নাম হলো এসবিআই নিফটটি ইনডেক্স ফান্ড।

এসবিআই নিফটটি ইনডেক্স ফান্ড সম্বন্ধে তথ্য:-

এই মিউচুয়াল ফান্ডের লো ভলাটিলিটি এর পাশাপাশি শেয়ার মার্কেটের আপ/ডাউন এর ক্ষেত্রে খুব একটা ডাউনফল হয় না। বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডে আপনি যে মূল্যটি ইনভেস্ট করবেন সেটি ভারতবর্ষের সর্বোচ্চ নিফটি ফিফটি কোম্পানি গুলোতে ইনভেস্ট হবে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের হাই গ্রোথ এর সম্ভাবনা প্রবল ও ইন্টারেস্ট রেটও এখানে ভালোভাবে মেনটেইন হবে।

এসবিআই নিফটি ইনডেক্স ফান্ড এর রিটার্ন কি রকম:-

বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডটির ওভারঅল রিটার্ন হল ১২ শতাংশ এবং গত পাঁচ বছরে রিটার্ন হল ১১ শতাংশ ও গত তিন বছরে রিটার্ন হল ২৬.৮৪ শতাংশ। এগুলোর পাশাপাশি গত এক বছরে এই ফান্ড এর রিটার্ন হল ১৬ শতাংশ।

এসবিআই নিফটি ইনডেক্স ফান্ডের বয়স কত এবং রিটার্ন কেমন?

এসবিআই নিফটি ইনডেক্স ফান্ডের বয়স, ২০২৩ সালে প্রায় ২১ বছর । এই ফান্ডটি শুরু থেকে ১৩.৯৫% রিটার্ন প্রদান করেছে।

এস বি আই নিফটি ইন্ডেক্স ফান্ড এর ইনভেসমেন্ট অ্যামাউন্ট কিরকম:-

বন্ধুরা এই ইনডেক্স ফান্ড এর মিনিমাম লাম্প সাম্প ইনভেস্টমেন্ট এমাউন্ট হলো ৫০০০ টাকা ও মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো ৫০০ টাকা। এন এ ভি মূল্য হল ১৬৫ টাকা। এক্সপেন্স রেশিও হল ০.১৮ শতাংশ ও এক্সিট লোড হলো ০.২০ শতাংশ।

এসবিআই নিফটি ইনডেক্স ফান্ড এর ক্যালকুলেশন এর ধারণা:-

উদাহরণ নং ১ :-ধরে নিন আপনি এই ইনডেক্স ফান্ডে এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন আগামী পাঁচ বছরের জন্য। তবে আপনি মান্থলি ইনকাম সর্বোচ্চ আপনার টোটাল ইনভেসমেন্ট মূল্যের ০.৮ শতাংশ পাবেন অর্থাৎ এক লক্ষ টাকা ইনভেস্ট করলে ৮০০ টাকা আপনি মান্থলি পাবেন।
এই এসবিআই নিফটি ইনডেক্স ফান্ডে ওভারঅল রিটার্ন হল ১২ শতাংশ এবং এই ওভারঅল রিটার্নের পাশাপাশি মান্থলি পার্সেন্টেজ টি আপনার মূল অ্যামাউন্ট এর সাথে যুক্ত হতে থাকবে আগামী পাঁচ বছর পর্যন্ত। অর্থাৎ পাঁচ বছরে প্রত্যেক মাসে ৮০০ টাকা করে পেতে থাকলে পাঁচ বছর পর আপনার টোটাল এক্সট্রা এমাউন্ট পাবেন ৪৮ হাজার টাকা। এবং ১২ শতাংশের ইন্টারেস্ট হিসেবে পাঁচ বছর পর আপনার মূল ইনভেস্টমেন্টের ফাইনাল ভ্যালু হয়ে দাঁড়াবে এক লক্ষ ১১ হাজার টাকা।

উদাহরণ নং ২ :-ধরে নিন আপনি এই এসবিআই নিফটি ইনডেক্স ফান্ডে ২৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য নিবেশ করলেন তবে আপনি প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে পাবেন ও পাঁচ বছর ধরে মান্থলি কুড়ি হাজার টাকা পাওয়ার পর আপনার কাছে টোটাল এক্সট্রা অ্যামাউন্ট হবে ১২ লক্ষ টাকা। এবং আপনি যে মূল ২৫ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন সেটি পাঁচ বছর পর ফাইনাল হয়ে দাঁড়াবে ২৮ লক্ষ টাকা।

বন্ধুরা এরকম মূল্যের রিটার্ন পাওয়ার জন্য আপনাদেরকে সীমিত কয়েকটি ফান্ড এর মধ্যে ইনভেস্ট করতে হবে যেমন নিফটি ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাব ক্যাটাগরি ফান্ড এবং ব্লু চিপ ক্যাটাগরি ফান্ড। এই ফান্ড গুলিতে ইনভেস্ট করার যে মূল দুটি বেনিফিট সেগুলি হল এই ফান্ডে ইনভেস্ট করলে একটি ফিক্স মান্থলি ইনকাম পাওয়া যায় এবং আপনি মূল যে টাকা নিভেস্ট করেছেন সেটিতে গ্রোথ দেখতে পাওয়া যায়।

এসবিআই নিফটি ইনডেক্স ফান্ড এ কিভাবে ইনভেস্ট করবেন-

বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার তিন রকমের অপশন রয়েছে সেগুলি হল।
. সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান- এক্ষেত্রে আপনি কিছু সময় অন্তর অন্তর কিছুটা মূল্য ইনভেস্ট করতে পারেন। লং টার্ম অথবা সর্ট টার্মের জন্য।
. লাম্প সাম্প ইনভেসমেন্ট- এক্ষেত্রে আপনি এককালীন একটি নির্দিষ্ট মূল্য ইনভেস্ট করে রেখে দিতে পারেন। একটি নির্দিষ্ট সময় পরে আপনি রিটার্ন এর পাশাপাশি ইন্টারেস্ট পেয়ে যাবেন।
. এবং তৃতীয় ক্ষেত্রে আপনি এককালীন ইনভেস্টমেন্ট করে মান্থলি ইনকাম সেট করে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করলে যে সময়সীমা কে আপনি বেছে নিয়েছেন সেই পর্যন্ত আপনি প্রত্যেক মাসে আপনি মান্থলি ইনকাম পাবেন এবং আপনার মূল ইনফেসমেন্ট এর ও গ্রোথ হবে।

ইচ্ছুক ব্যাক্তি কীভাবে বিনিয়োগ করবেন এই এসবিআই নিফটি ইনডেক্স ফান্ডে?

এই এসবিআই নিফটি ইনডেক্স মিউচুয়াল ফান্ডটি সরাসরি ফান্ড হাউসের ওয়েবসাইট থেকে কেনা যাবে। উদাহরণস্বরূপ, এসবিআই মিউচুয়াল ফান্ডের ওয়েবপেজ থেকে এই ফান্ডটি কেনা যেতে পারে। এছাড়া, এমএফ সেন্ট্রাল, এমএফ ইউটিলিটির মতো প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডটি কিনতে পারেন। যাইহোক, আপনি যদি অনলাইনে মিউচুয়াল ফান্ড কিনতে পছন্দবোধ না করেন তবে নিকটবর্তী মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাহায্য নিতে পারেন। বেশিরভাগ ব্যাঙ্কগুলি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে থাকে। তাই ব্যাঙ্কের সাথে এই ব্যপারে যোগাযোগ করতে পারেন।

বন্ধুরা এসবিআই নিফটি ইন্ডেক্স ফান্ডে টাকা নিবেশ করার জন্য আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আপনাকে একটি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক- https://www.onlinesbi.sbi/

তো বন্ধুরা আশা করি আপনারা এসবিআই নিফটি ইনডেক্স ফান্ড সম্বন্ধে অনেকটা তথ্য জানতে পেরেছেন।

লোভনীয় মিউচুয়াল ফান্ড ও এলআইসি এবং ইন্ডিয়ান পোস্ট অফিসের বিভিন্ন লাভজনক এবং জনপ্রিয় স্কিম গুলি সম্বন্ধে জানুন।

Share This:
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *